প্রবল ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সরবরাহ ও সংযোগ ব্যবস্থা
মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার
পল্লী বিদ্যুতের আওতাধীন ৩০টি সমিতিতে ক্ষয়ক্ষতির বিবরণ
পোল বিনষ্ট-২৭১৭টি,
ট্রান্সফরমার বিনষ্ট-২৩৫৩টি,
স্প্যান (তার ছেঁড়া)-৭১৭২৯টি,
ইন্সুলেটর ভাঙ্গা-২২৮৪৪টি,
মিটার বিনষ্ট-৫৩৪২৩টি
সার্বিক ক্ষয়ক্ষতি ৭৯ কোটি ২ লক্ষ টাকা।
বিদ্যুৎ বিহীন গ্রাহক-২,৬৬,২৬,৫৫০ (বেলা ২টা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুসারে) ।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)’র প্রাথমিক ক্ষয়-ক্ষতির তথ্য-
পোল বিনষ্ট-২০টি,
পোলে হেলে পড়া-১৩৫টি,
বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়া-২৪.৩৪ কি:মি:,
১১ কেভি পোল ফিটিংস বিনষ্ট হওয়া-১৪২ সেট,
ট্রান্সফরমার বিনষ্ট-১২টি,
১১ কেভি ইন্সুলেটর বিনষ্ট-১৩৪
সার্বিক ভাবে প্রাথমিক ক্ষয়ক্ষতি ৫,৭৬,৭৫,৫০০ টাকা
ঘূর্ণিঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিহীন গ্রাহক সংখ্যা ৪ লক্ষ ৫৩ হাজার ৮১।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত