এস এম কনক ঃ
কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা পরিষদ ষষ্ট নির্বাচন ২০২৪ সালে ২য় ধাপে অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচন ২১ মে মঙ্গলবার এ উপজেলার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে বেসরকারি ভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান খান আনারস প্রতীকে তিনি তৃতীয় বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার প্রাপ্ত ভোট ৬০,৯১০ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন গোলাম মুর্শেদ পিটার তিনি ভোট পেয়েছেন ৪২,২৭৯ মোটরসাইকেল প্রতীকে ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাসেল হোসেন তার প্রাপ্ত ভোট টিউবওয়েল প্রতীকে ২৬,৪৭৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জিয়াদুল ইসলাম মিলন চশমা প্রতীকে ভোট পেয়েছেন ২৫,২৮৮ ।
মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার ফুটবল প্রতীকে ৩৫,৯৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা পদ্মফুল প্রতীকে ৩২,৫৯১ ভোট পেয়েছেন।
সকাল ৮ টা থেকে ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১০০ টি কেন্দ্রে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে শান্ত শিষ্টভাবে চলে ভোট গ্রহণ। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচন।