এম আবু হেনা সাগর, ঈদগাঁও
আগামী ২১মে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যানে ৪ জন, ভাইস চেয়ারম্যন (পুরুষ) পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যন পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
যতই ভোটের দিন এগিয়ে আসছে ততই জমে উঠছে ভোটের হাড্ডাহাড্ডি লড়াই। শেষ মুহুর্তে প্রার্থীর বিরামহীন ভাবে গণসংযোগ ও প্রচার প্রচারণা চালাচ্ছেন। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের মন জয় করতে চেষ্টার কোন কমতি রাখছেন না। স্ব-স্ব প্রতীকে ভোট চাচ্ছেন। প্রার্থীদের পাশাপাশি তাদের কর্মী সমর্থকেরা নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। নিজ প্রার্থীর জন্য ভোটারদের কাছে ভোট চাই ছেন। করছেন উঠান বৈঠক, সভা-সমাবেশ। শহর থেকে গ্রামীন জনপদে প্রার্থীদের রঙিন ও সাদাকালো পোষ্টার শোভা পাচ্ছে। বেলা ২টার পর শুরু হয় মাইকের প্রচার।
জানা গেছে, এবার উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক ও দলীয় মনোনয়ন দেয়া হয়নি কেন্দ্রীয় ভাবে। সকলের অংশগ্রহণের সুযোগ রেখে নির্বাচন উন্মুক্ত রেখেছে। যদিও নির্বাচন উন্মুক্ত রাখা হয়েছে, কিন্তু মানুষের মাঝে রয়েছে ভিন্ন চিন্তা। উপজেলা চেয়ারম্যান পদে টেলিফোন
প্রতীকে লড়াই করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি,সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি/সম্পাদক মো: আবু তালেব, মোটর সাইকেল প্রতীকে লড়াই করছেন মক্কা প্রবাসী আওয়ামী লীগ সভাপতি ও রেমিট্যাক্স যোদ্ধা শামশুল আলম,আনারস প্রতীকে শ্রমিক নেতা সেলিম আকবর এবং দোয়াত কলম প্রতীকে সাংস্কৃতিক কর্মী কুতুব উদ্দিন চৌধুরী। আরেক জন প্রার্থী সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ি য়েছেন।
এদিকে উপজেলা ছাত্রলীগ সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক নেতা আহমদ করিম সিকদার ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে লড়ছেন,
টিউবয়েল প্রতীকে বীর মুক্তিযোদ্ধা মরহুম এস টি এম রাজা মিয়ার সন্তান আরিফ মিয়া, তালা প্রতীকে শিক্ষক বোরহান উদ্দিন মাহমুদ। সাবেক সফল চেয়ারম্যান মরহুম ফরিদুল আলমের সহ ধর্মিনীসহ মহিলা ভাইস চেয়ারম্যানে পাঁচজন প্রার্থী নির্বাচন করছেন।
সরজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এই বহুল প্রতীক্ষিত ঈদগাঁও উপজেলা নির্বাচনে আবু তালেবের টেলিফোন প্রতীকের পক্ষে মাঠে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, কক্সবাজার পৌর মেয়র সহ জেলা পর্যায়ের একঝাঁক নেতৃবৃন্দ। সেসাথে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরাও রয়েছে। মোটর সাইকেল প্রতীকের শামশুল আলমের পক্ষে উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নে পাড়া মহল্লার সাধারন মানুষ নির্বাচনী প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় নির্বাচন হওয়ায় প্রার্থীর সমর্থনে এবার ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি থাকতে পারে বলে ধারণা করছেন অনেক ভোটারেরা।
তবে এবার উপজেলা চেয়ারম্যান পদে ত্রি-মুখী, মহিলা ভাইস চেয়ারম্যানে দ্বিমুখী আর ভাইস চেয়ারম্যান পুরুষ পদে আহমদ করিম সিকদার প্রচারনায় এগিয়ে রয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত