চট্টগ্রামের কর্ণফুলীতে গাড়ি ভাঙচুর এবং অগ্নি সংযোগের মামলার আসামি গ্রেফতার
বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্র্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ০১ নভেম্বর ২০২৩ইং তারিখ বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা দেশব্যাপী চলমান অবরোধে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ভেল্লাপাড়া এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে ভাংচুর ও অগ্নি সংযোগ করে জনমনে ভীতি সঞ্চার করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে দুর্বৃত্তরা স্থান ত্যাগ করে পালিয়ে যায়। উক্ত ঘটনায় কর্ণফুলী থানায় একটি মামলা রুজু হয়। যার মামলা নং-০৩ তাং-০২ নভেম্বর ২০২৩ খ্রি., ধারা- বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫(৩)/২৫ (ডি)। উক্ত ঘটনার একটি ভিডিও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আসে। যেখান থেকে দুর্বৃত্তদের সনাক্ত করে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আসামিদের মামলায় অন্তর্ভুক্ত করা হয়।
র্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলার অজ্ঞাতনামা পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার সন্দিগ্ধ পলাতক আসামি মোঃ নূর আলম (২৫) চট্টগ্রামের পটিয়া থানাধীন বেল্লাপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ০৩ নভেম্বর ২০২৩ ইং রাত আনুমানিক ২০০৫ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ নূর আলম (২৫), পিতা- মোঃ এনায়েত আলী, সাং-উত্তর দিয়ান কুটিরপাড়া, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামি’কে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে বর্ণিত নাশকতায় সরাসরি অংশগ্রহণ করে। উল্লেখ্য, বর্ণিত নাশকতায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।