ঈদগাঁওতে রেল দেখতে পথে পথে নারী-পুরুষের ভীড়
৫ নভেম্বর সোমবার চট্টগ্রাম দোহাজারী থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী ট্রেন দেখতে রেল পথে নারী পুরুষের ভীড় যেন চোখে পড়ার মত।রেল আসার আগে থেকে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে লোকজনের উপস্থিতি যেন লক্ষ্যনীয়। এই ভীড় বহুল প্রতীক্ষিত স্বপ্নের সেইঠঢ রেলকে অভ্যর্থনা জানানোর জন্য। যে অভ্যর্থনার জন্য কক্সবাজারের মানুষকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ বহুবছর। স্বাধীনতার দীর্ঘবছর পেরিয়ে আওয়ামী লীগের শাসনামলে ট্রেনে চড়ার স্বাদ পেতে যাচ্ছেন কক্সবাজারের মানুষ। ইসলামপুর পার হওয়ার সাথে সাথে রেলের সেই হরণের আওয়াজে জানান দিল রেল আসার কথা। দুই পাশ জুড়ে লোকে লোকারণ্য। যেন রূপকথার গল্প নয়,সত্যি ট্রেন এসেছে এই শহরে। বিকেলে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেল স্টেশনে ট্রেন দেখার জন্য অপেক্ষামান কজন দর্শনার্থী কক্সবাজার প্রতিদিনের এ প্রতিবেদককে জানান, পর্যটন শহর কক্সবাজারে ট্রেন আসবে শুনছিলাম মুরুব্বীদের মুখে। এখন তা বঙ্গকন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্ন পূরণ হল। এখন ট্রেনে করে দেশের সর্বত্র যাতায়াত করতে পারবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেললাইন প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ২০১১ সালের ৩ এপ্রিল দোহাজারী- রামু-কক্সবাজার পর্যন্ত মিটারগেজ রেলপথ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৮ সালের জুলাইয়ে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিআরইসি) ও বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) ও বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড পৃথক দুই ভাগে কাজটি করেছে। এটি সরকারের অগ্রাধিকার (ফাস্ট ট্র্যাক) প্রকল্পের অন্তর্ভুক্ত। প্রকল্পে ঋণ সহায়তা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।