যে কারণে বাতিল হলো টাইগারদের অনুশীলন
দুর্দান্ত জয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও পরের ছয় ম্যাচেই হারের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ দল। এমন পারফরম্যান্সে টুর্নামেন্টে বিদায় ঘন্টা বেজেছে টিম টাইগার্সের। তবে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখতে শেষ দুই ম্যাচে এসিড পরীক্ষা দিতে হবে সাকিব বাহিনীকে।
সোমবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচকে সামনে রেখে আজ দিল্লিতে অনুশীলনের কথা ছিল টাইগারদের। তবে অনুশীলন সেশন বাতিল করেছে টাইগাররা।
মূলত শহরের বায়ুদূষণ থেকে ক্রিকেটারদের সুরক্ষা দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। খবর ইএসপিএন ক্রিকইনফোর।
জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েসাইটের প্রতিবেদনে বলা হয়, চলতি বিশ্বকাপের ম্যাচে আগামী ৬ নভেম্বর শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। সেই লক্ষ্যে গত বুধবার দিল্লিতে পৌঁছেছেন সাকিবরা। শুক্রবার অরুন জেটলি স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল তাদের। কিন্তু সেটা বাতিল করেছেন তারা।
এরই মধ্যে দিল্লির কিছু স্থানে বায়ু কোয়ালিটি সূচক (একিউআই) ৪০০ এর ওপরে উঠেছে। ফলে ভারতের রাজধানী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেই জেরে স্কুল বন্ধ হয়ে পড়েছে। নির্মাণ খাতে ও যান চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে।
আগামী সোমবার সেখানে খেলার কথা শ্রীলংকা-বাংলাদেশের। তবে এ পরিস্থিতিতে ম্যাচটি সরানো নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি আইসিসি ও বিসিসিআই।
সুজন বলেন, এদিন (শুক্রবার) এখানে আমাদের অনুশীলন করার শিডিউল ছিল। কিন্তু অবস্থা বেগতিক হওয়ার কারণে তা পারিনি। এখানেই দলের আরো দুইবার অনুশীলনের কথা আছে।
বিসিবির টিম ডিরেক্টর আরো বলেন, বিরূপ আবহাওয়ায় আমাদের মধ্যে কারো কারো কাশি শুরু হয়েছে। তাই এখানে ঝুঁকি রয়েছে। তবে আমরা অসুস্থ হতে চাই না। পরিস্থিতির উন্নতি হবে কিনা আমরা জানি না।