বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ শাখার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আশরাফুল আলম স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুর সাড়ে ৫ টায় শহরের আরাপপুর জেলা শাখার কার্যালয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানটি বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে ও শারমিন আরা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আছাদুজ্জামান আছাদ, শৈলকুপা যুবলীগের সাবেক সভাপতি শ. ম. রানাউজ্জামান বাদশা, ঝিনাইদহ রিপোটার্স ইউনিটির সভাপতি এম এ কবির হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব শৈলকুপা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী, শৈলকুপা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক সিনিয়ার ওয়ারেন্ট অফিসার মুন্সী এমদাদুল হক।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তখবরের নিজস্ব প্রতিবেদক আক্তারুজ্জামান জাসেব, আশরাফুল আলম, শামস আরেফিন অনু, সাকিবুল ইসলাম লাবু, মুন্সী রবিউল ইসলাম, গোলাম মোস্তফা, আল-আমিন, ইয়ামিন, মনিরুজ্জামান প্রমুখ
এসময় বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খাঁন বলেন, ‘সকল দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। যেখানে অন্যায় দুর্নীতি সেখানেই কমল চালাতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকলের প্রচেষ্টায় সাংবাদিকদেরও ইতিবাচক ভূমিকা রাখতে হবে। আশা করি বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখা খুবই ভালো করবেন।