রাজধানী জুড়ে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা
, গতকাল দিনভর নানা নাটকীয়তার পর আজ হরতাল পালন করছে বিএনপি-জামায়াত। সারাদেশে ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কারণে রাজধানীর প্রবেশমুখসহ মোড়ে মোড়ে নেওয়া হয়েছে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। আর এ নিরাপত্তার দায়িত্বে মাঠে রয়েছে পুলিশ, র্যাবসহ বিভিন্ন সংস্থার সদস্যরাও।
রাজধানীর প্রবেশমুখগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে। গণপরিবহন চলাচল করছে বিভিন্ন সড়কে। তবে স্বাভাবিক দিনের চেয়ে অনেকটাই কম। এদিকে দূরপাল্লার বাস চলাচল ছিল খুবই সামান্য
রাজধানীর শাহবাগ, জাতীয় প্রেস ক্লাব, পল্টন, গুলিস্তানসহ বিভিন্ন স্থানে সরেজমিনে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। প্রস্তুত রাখা হয়েছে প্রিজন গাড়ি, জলকামান ও আর্মড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, জনগণের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন স্থাপনা ও মোড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে
এদিকে সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপির কার্যালয়কে পুলিশের ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করে রাখা হয়েছে। দু-একটি জায়গায় বাসে আগুন লাগার ঘটনা জানা গেছে।
এর আগে গতকাল ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, হরতালের নামে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করেন ও সাধারণের যানচলাচলে ব্যাহত করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি-জামায়াতের ডাকা একদিনের হরতাল চলছে আজ শনিবার (২৯ অক্টোবর)। হরতালে বিশৃঙ্খলা, নাশকতা রুখতে রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি দেখা গেছে সকাল থেকে।
রাজধানীর রায়সাহেব বাজার মোড় ও ধোলাইখাল রোড, তাঁতীবাজারে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে রায়সাহেব বাজার মোড়সহ ধোলাইখাল রোডের টায়ার পট্টি ও আশপাশের প্রতিটি পয়েন্টে লালবাগ বিভাগের পুলিশ মোতায়েন রয়েছে। তারা প্রতিটি মোড়ে মোড়ে পাহারা দিচ্ছেন।
তবে এসময় যান চলাচল স্বাভাবিক থাকলেও অন্যান্য দিনের চেয়ে রাস্তায় সাধারণ মানুষের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। রাস্তাঘাটও ফাঁকা। ধোলাইখাল রায়সাহেব বাজার এলাকার অধিকাংশ দোকানপাটও বন্ধ রয়েছে।
এসময় দায়িত্বরত কোতোয়ালী জোনের এডিসি বদরুল হাসান নবদেশ ২৪ কে বলেন, হরতালে বিএনপি-জামায়াত যেন কোনো নাশকতা করতে না পারে সেজন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকে তৎপর রয়েছে। গণপরিবহন চলাচল ও মানুষের যেন কোনো ভোগান্তি না হয় সে জন্য আমরা প্রস্তুত আছি।
অন্যদিকে, এখন পর্যন্ত হরতালের কোনো প্রভাব দেখা যায়নি। এই এলাকায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের রাস্তায় আসার কোনো লক্ষণ দেখা যায়নি।