“আমরা জাতে কিন্তু বাঙালি এক্য মতে কিন্তু কাঙালী বল্লেন অথই নূরুল আমিন
বাংলাদেশের পীর মাশায়েকেরা যেমন নেই তাদের ঐক্য তেমনি রয়েছে শত সহস্র মতের প্রার্থক্য রয়েছে নানাজনের নানা মন্তব্য। তারপর আল্লামা আলেম মাওলানারা তো জনে জনে রয়েছে মতবাদ মতবেদ রয়েছে নানারকম লেবাস।
এছাড়া আমাদের দেশের জাতির বিবেক নামে পরিচিত সাংবাদিকতায়ও নেই ঐক্য।
গুনতে গেলে তাদেরও রয়েছে পনেরোটির অধিক ছোট বড় সংগঠন।
এদিকে শ্রমিককোও এক্য নয়। তাদেরও রয়েছে পঁচাত্তরের বেশি ভিন্ন ভিন্ন মতের সংগঠন। দেশের সুশীল সমাজে তো আরো বিশৃঙ্খলা তারা তো জনে জনে সুশীল। যার যার জায়গা থেকে যা মন চায় তাই বলে চলেছে।
এদিকে শিক্ষক সমাজে আরো বড় ফাটল। তাদের মধ্যে বড় ছোট সরকারি বেসরকারি হিসাব করে করে আর সবাই এক সাথে ঐক্য হতে পারেনি। প্রশ্ন হলো তাহলে দেশে ঐক্য কোন শ্রেণি? বতর্মানে ঐক্য হলো দেশের রাজনৈতিক দল গুলো।
ছোট বড় সবাই মিটিং মিছিল করছেন। এই দেশে সবচেয়ে বড় ঐক্য একমাত্র ব্যবসায়ী সিন্ডিকেট। দেখবেন রাতারাতি যে কোনো পণ্যের দাম একযোগে বেড়ে গেছে। এছাড়া কোনো গুষ্ঠি বা সম্প্রদায় বাংলাদেশে ঐক্য নেই। সবার পথ আলাদা আলাদা। সবার মত আলাদা আলাদা। অথই নূরুল আমিন কবি কলামিস্ট ও রাজনীতি বিশেষজ্ঞ।