কুষ্টিয়ায় আগুনে ভ্যান চালকের স্বপ্ন পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদন:
কুষ্টিয়ার খোকসায় আগুনে পুড়ে গবাদি পশু সহ চার লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। রোববার সন্ধ্যায় গোপগ্রামে শরিফুল শেখ নামের ভ্যান চালকের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
ভ্যান চালক শরিফুল শেখ জানান, প্রতিদিনের মতো রোববার সন্ধ্যায় ঘাস ধুয়ে গরুর গোড়ায় দিয়ে খড়কুটোতে আগুন জ্বালিয়ে ধোয়া সৃষ্টি করেন। এবং কাঁচাঘাস গরুর খাওয়ার উপযোগী করে আগুন নিভিয়ে বাইরে যান। এসময় তার স্ত্রীও পাশের বাড়িতে গেলে হটাৎ গরুর গোয়ালে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা একত্রিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই গোয়াল ঘরে ছড়িয়ে পরলে আগুনে দুইটি গরু পুড়ে মারা যায় এবং তিনটি ছাগল অগ্নিদগ্ধ হয়। পরবর্তীতে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
শরিফুল শেখ জানান, সারাদিন ভ্যান চালিয়ে নিজেরা ঠিকমতো না খেয়ে গরু পালন করছিলেন। গরু বিক্রির টাকা দিয়ে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনার আশায়। কিন্তু সেই স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেলো।