জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো,কথা ৭১ টিভির ৩য় বর্ষপূর্তির অনুষ্ঠান
৭১ টিভির ৩য় বর্ষপূর্তির অনুষ্ঠান
প্রত্যেক বছরের ন্যায় এবারও উদযাপন করা হলো, কথা ৭১ টিভির তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান,গুণীজন সম্মাননা স্মারক,গান, কবিতা, নৃত্য,পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে।১৬ অক্টোবর ২০২৩ সোমবার, চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনলাইন কথা ৭১ টিভি আন্তর্জাতিক ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজিত করা হয়।মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধনের সূচনা হয়।অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, রিয়াজ ওয়াইজ শিল্পপতি ও উপদেষ্টা কথা ৭১টিভি।সজল কুমার নাথ ও শেখ মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে। স্বরূপ দেবনাথ, সোমা সরকার ও রিপা দাশের সঞ্চালনায়,অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ডাক্তার অনুপম সেন, প্রধান বক্তা ছিলেন,ডাক্তার মনজুর-উল- আমিন চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট শিমুল কুমার নাথ ও অধ্যাপক সিন্ধু ভূষণ নাথ।সংবর্ধিত অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এ.জে.এম মহসিন জাহাঙ্গীর,ও বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশগুপ্ত এবং মিজানুর রহমান।ওপার বাংলা (ভারত) থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডাক্তার ব্রতীন দেওঘরিয়া,নরেন্দ্র নাথ সেনগুপ্ত, ও সাহেরী বিশ্বাস। কথা ৭১ টিভি ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন পর্যায়ে সম্মাননা পেয়েছেন যারা।
রিয়াজ ওয়াইজ
শিল্পপতি ও উপদেষ্টা kotha71.tv।
নীল রতন দাশগুপ্ত
বীর মুক্তিযোদ্ধা।
জে,এম,মহসিন জাহাঙ্গীর বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন ইউপি চেয়ারম্যান।
মিজানুর রহমান
সাদা মনের মানুষ সম্মাননা।
সোমা সরকার
বিচারক মণ্ডলী
অরুণবীণা সংগীত প্রতিযোগিতা পর্ব ২।
স্নিগ্ধা আচার্য্য
উপদেষ্টা
kotha71.tv।
তাপস আচার্য
গীতিকার
বাংলাদেশ টেলিভিশন।
আর কে জুয়েল
শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক (বাংলাদেশ বেতার ও টেলিভিশন)।
টুটুল কর্মকার
চেয়ারম্যান
গর্জন৭১ টিভি।
দীপান্বিতা নন্দী
ক্ষুদে নৃত্য শিল্পী।
সাহেরী বিশ্বাস (ভারত)
বাচিক শিল্পী সম্মাননা।
১/অয়ন চৌধুরী।
২/অনির্বাণ চক্রবর্তী ।
৩/ওমরূপ দেব নাথ সানন্দ।
৪/দেবরূপ দেব নাথ সারুপ্য।
ক্ষুদে তবলচী শিল্পী।