সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্ম সূচির আওতায় সরিষা গম ভুট্টা মসুর খেসারী চিনাবাদাম সূর্যমুখি পেয়াজ ও শীতকালীন সবজি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ১২০০ শত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
শনিবার দুপুরে ১৪ ই অক্টোবর বেলকুচি উপজেলা চত্বরে বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি শিবানী সরকার এর সভাপতিত্বে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ৫ বেলকুচি চৌহালী আসনের সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে, মূল প্রবন্ধ উপস্থাপনায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকন্ত ধর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, বেলকুচি উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, বেলকুচি সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস সেলিম সরকার,বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।