বই লেখকের সাথে টাকা নিয়ে প্রতারণা, প্রকাশনীর বিরুদ্ধে থানায় জিডি
বই প্রকাশের নাম করে এস কে খান কয়েকটি প্রকাশনা খুলে অনলাইনের সহজ সরল লেখক/কবিদের বিশ্বাসকে পুঁজি করে নবীন প্রবীনদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন, ফলে লেখকরা তাদের কষ্টার্জিত অর্থ নিঃস্ব হয়ে যাচ্ছেন। এ ঘটনায় ভুক্তভোগী এইচ এম শাহরিয়ার কবির বাদি হয়ে দিগন্ত প্রকাশনীর নাম উল্লেখ করে ৬ অক্টোবর-২০২৩ যাত্রাবাড়ি থানায় সাধারণ ডায়রি করেছেন যার নং ৫৬৮।
শাহরিয়ার কবিরের ঘটনা সূত্রে জানা যায়, এস কে খান বেশ কয়েকটি প্রকাশনা খুলে লেখকদের বই প্রকাশের নাম করে টাকা নিয়ে বই না দিয়ে প্রতারণা করে আসছে। কখনো দিগন্ত প্রকাশনী, কখনো সাগরিকা প্রকাশনী আবার কখনো কপোতাক্ষ প্রকাশনীর নামে লেখকদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। গত ৩০ মার্চ শাহরিয়ার কবির এর কাছ থেকেও দিগন্ত প্রকাশনী নামের এই আইডি থেকে ১৬ হাজার টাকা নেয়। ( লেনদেন নাম্বার +8801821-229021), বই না দেওয়ায় দিগন্ত প্রকাশনীর (এস কে খান) কাছে টাকা ফেরত চাওয়ার ফলে এসকে খান শাহরিয়ার কবিরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ফোন নাম্বার এমনকি আইডি থেকে ব্লক করে দেয়।
শাহরিয়ার কবিরের ভাষ্যমতে জানা যায়, এছাড়াও অসংখ্য লেখক প্রতারিত হয়েছে টাকা দিয়ে। বিষয়ে শাহরিয়ার কবির প্রতিবাদ করলে ফেসবুক, মেসেঞ্জার প্যানেল খুলে মানহানীকর পোস্ট করে, যার ফলে শাহরিয়ার কবির দিগন্ত প্রকাশনীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি জিডি করেন।
এ বিষয়ে দিগন্ত প্রকাশনীর (এস কে খান) সাথে যোগাযোগ করতে চাইলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
যাত্রাবাড়ী থানায় যোগাযোগ করে জানা যায়, এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী হয়েছে। ডিউটি অফিসার বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থ্যা গ্রহন করা হবে।