আগামীতে ভারতের সঙ্গে ভিসামুক্ত সম্পর্ক চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
আগামীতে বাংলাদেশ ভারতের সঙ্গে ভিসামুক্ত সম্পর্ক চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সিলেটে চার দিনব্যাপী বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত প্রতিদিন শুধুমাত্র ঢাকা থেকে পাঁচ হাজার না ৯ হাজার জানি ভিসা ইস্যু করে। সেখানে আমাদের সারাদেশ থেকে কয়েক হাজার লোক ভিসার জন্য আবেদন করে। তাদের এতো জনবল নেই। আর আমেরিকার ভিসার জন্য অ্যাপোয়েনমেন্ট নিতে বছর লেগে যায় সেক্ষেত্রে ভারত আমাদের অনেক সুবিধা দিচ্ছে। তারা চিন্তা করছে এই সুবিধা বাড়াতে।
তিনি বলেন, তিস্তার পানি বন্টনের বিষয়ে নীতিগতভাবে দুদেশ এক। কোনো একটা কারণে এটা আটকে আছে, সময়ের সাথে এটা ঠিক হয়ে যাবে। বাংলাদেশ-ভারতের সম্পর্কের ঐতিহাসিক পদাঙ্ক অনুসরণ করে দ্বিপাক্ষিক বাণিজ্যিক, সামাজিক, শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনে কাজ করছে।
মন্ত্রী আরও বলেন, দ্রুত ভিসা প্রক্রিয়া সমাধানের পাশাপাশি ভিসামুক্ত ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রত্যাশা করছে দু-দেশ। গভীর সম্পর্কের উল্লেখ করে তিনি তিস্তার পানি বণ্টন সমস্যাও সময় মতো এটা সমাধান হয়ে যাবে বলে জানান।
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ ডায়লগে প্রধান অতিথি ছিলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বক্তব্য রাখেন, ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাসহ আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দুদিনের ডায়লগে এছাড়াও উপস্থিত ছিলেন ভারতের সাবেক পার্লামেন্ট সদস্যরা। এসময় বক্তারা দুদেশের ঐতিহাসিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।