জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে, ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার
গত ইং-28/09/2023 খ্রিঃ তারিখ দুপুর অনুমান 02:10 ঘটিকার সময় অত্র মামলার বাদী কুষ্টিয়া থানাধীন কোর্টপাড়া সাকিনস্থ সনো টাওয়ার এর ভিতর ৪র্থ তলায় ডাক্তার দেখানোর জন্য ডাঃ জনৈকা ফারহানা আফরোজ (চমন) এর চেম্বারের সামনে অবস্থান করা কালীন সময় অজ্ঞাতনামা ০৪ জন..
বিবাদী ডিবি পরিচয় দিয়ে বলে যে, তার কাছে অবৈধ জিনিষ আছে, তাকে ডিবি অফিসে দেখা করতে বলেছে। এই বলে বিবাদীরা সানো টাওয়াররে ০৪র্থ তলা থেকে বাদীকে, হাত ধরে নিছে নিয়ে আসে । অজ্ঞাতনামা বিবাদীরা বাদীকে সনো টাওয়ার এর সামনে থেকে মটর সাইকেল যোগে ফুলতলা হয়ে চিনিকল রোড হয়ে মাঠের ভিতর ফাঁকা রাস্তায় উপর থামিয়ে বাদীর কাছে থাকা কাপড়ের ব্যাগ এর ভিতরে থাকা স্বরণের বিভিন্ন প্রকার গহনা (চেইন,আংটি, কানের দুল, নাকফুল ও বল চেইন ) সর্বমোট ৩২ ভরি স্বর্ণ অলংকার সহ আমার ব্যবহারকৃত মোবাইল ফোন যাহার সিম নাম্বার 01765434923 ও 01921149777 , জোর পূর্বক ছিনিয়ে নেয়। স্বর্ণের গহনা যাহার বাজার মুল্য 330000/= (তেত্রিশ লক্ষ) টাকা তার প্রেক্ষিতে বাদী কুষ্টিয়া মডেল থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন। অফিসার ইনচার্জ কুষ্টিয়া মডেল থানা জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়ার উপর অক্র মামলার তদন্তভার অর্পন করলে জেলা গোয়েন্দা শাখার কুষ্টিয়ায় কর্মরত এস.আই. (নিঃ)/অনুপ কুমার সরকার জেলা গোয়েন্দা শাখা কুষ্টিয়া জিডি নং-05, তারিখ 01/10/2023 খ্রি: মূলে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় আসামীদের গ্রেফতার এবং লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারিয়া উক্ত অজ্ঞাতনামা আসামীদের মধ্যে ১। মোঃ সালাউদ্দিন (৩৪) , পিতা- মোঃ কামাল হোসেন, সাং- উত্তর কাটদহ, ২। মোঃ বাপ্পি হাসান পলাশ (২৮), পিতা- মোঃ রোকন আলী, সাং- দক্ষিন কাটদহ, উভয় থানা- মিরপুর, জেলা- কুষ্টিয়াদ্বয়কে মিরপুর থানাধীন পোড়দহ রেল ষ্টেশনে ওভার ব্রীজ এর উপর হইতে আটক করেন। তারা জিজ্ঞাসাবাদে জানায় তাদের লুন্ঠিত মালামালের ভাগের কিছু অংশ এস.বি.আই. জুয়েলার্সের স্বত্বাধিকারী ৩। মোঃ জাহাঙ্গীর আলম (৩৯) পিতা- মৃত খলিলুর রহমান, সাং-চিতলিয়া , সর্বথানা মিরপুর, জেলা- কুষ্টিয়া এর নিকট বিক্রয় করে। পরবর্তীতে তাদের দেখানো এবং সনাক্ত মতে মিরপুর থানাধীন পোড়াদাহ বাজারে এসবিআই জুয়েলার্সে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সকাল ০৯.৪০ ঘটিকার সময় উপস্থিত হয়ে স্বত্বাধিকারী ৩ নং আসামী মোঃ জাহাঙ্গীর আলমকে ধৃত করা হয় এবং আলামত ৪০ (চল্লিশ) পিস বিভিন্ন ধরনের স্বর্ণের অলংকার যাহার মোট ওজন ৩৬.৩৮ (ছত্রিশ দশমিক তিন আট) গ্রাম, ধৃত ৩নং আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ইং ০১-১০-২০২৩ তারিখ ১০.১০ ঘটিকায় উদ্ধার করা হয়।