মাজেদুল ইসলাম নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা বাজার পশু হাট সংলগ্ন একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে ৫ জন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনীর অভিযানের সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের দেওয়া তথ্যে মতে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত। অভিযুক্তরা ওই ৩ তলা বাড়িটিকে টর্চার সেল হিসেবে ব্যবহার করত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ চক্রের সদস্যরা অর্থবান লোকজনকে ধরে এনে মুক্তিপণ দাবি করত এবং টাকা না পেলে প্রাণনাশের হুমকি দিত।
আটকদের মধ্যে ইমরান খান মানিক নামে একজন এই চক্রের মূলহোতা বলে জানা গেছে পিতা মোঃ আনোয়ার হোসেন সাং বাগডাঙ্গা কুষ্টিয়া সদর, মোঃ রনি পিতা মৃত মোজাম ডাক্তার সাং বড় আইলচারা কুষ্টিয়া সদর, বাকি তিনজন মিরপুর থানার পোড়াদহ ইউনিয়নের দক্ষিণ কাটদহের সজীব ও রাব্বি এবং শাকিল একই ইউনিয়নের চিথলিয়া গ্রামের।
স্থানীয়রা জানান, মানিকের নেতৃত্বেই এই সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজির একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।