মো: ওবাইদুল হক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের পৃথক অভিযানে হত্যা ও হত্যা চেষ্টা মামলার ৩ আসামী আটক হয়েছে। আটককৃতরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুরের মোঃ আব্দুর রাকিব এর ছেলে হত্যা মামলার আসামী মোঃ আমিরুল ইসলাম (২৪), একই উপজেলার বাবুপুর মিরাটুলি গ্রামের মোঃ একরামুল হক এর ছেলে হত্যা চেষ্টা মামলার আসামী মোঃ রাশিদুল (২৮) এবং মোঃ আলেক এর ছেলে মোঃ রিংকু (২৪)। র্যাবের পৃথক প্রেসনোটে জানানো হয়,চাঁপাইনবাবগঞ্জ এবং র্যাব-১২ সিপিএসসি, বগুড়া এর যৌথ
আভিযানিক দল ১৪ জুন রাত সাড়ে ৭টার দিকে বগুড়া জেলার আদমদীঘি থানার সান্তাহার রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে সান্তাহার রেলস্টেশনের ওভার ব্রিজের নিচ হতে হত্যা মামলার এজাহার নামীয় ৫নং আসামী মোঃ আমিরুল ইসলাম কে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ০৮ জুন/২৫ রাত্রী আনুমানিক ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরে এবং পূর্ব পরিকল্পিতভাবে জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুরের মৃত আলাউদ্দিনের ছেলে মাসুদ রানা (৪১) কে ৮/১০ জন দেশীয় অস্ত্র সস্ত্র ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করলে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিম’কে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
উক্ত ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। অন্যদিকে, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জের একটি দল ১৩ জুন বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা চেষ্টা মামলার ২নং আসামী মোঃ রাশিদুল (২৮) ও ৩নং আসামী মোঃ রিংকু (২৪) কে গ্রেফতার করে। উল্লেখ্য, গত ১ জুন/২৫ মো: রানা বাবু (২৮) কে পূর্ব শত্রুতার জেরে পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে।
পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করে। উক্ত মামলার এজাহার নামীয় ২নং ও ৩নং আসামীকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। পৃথক ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।