ববি প্রতিনিধি ঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে আজ( ২৭ মে) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “ফায়ার ম্যানেজমেন্ট প্রশিক্ষণ ও মহড়া” অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচির আয়োজন করে Organization of Disaster Management (ODM) ও Coastal Studies and Disaster Management বিভাগ। বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বরিশাল-এর সহযোগিতায় সোমবার দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহড়াটি পরিচালিত হয়।
মহড়ায় বাস্তবিক অগ্নিকাণ্ড পরিস্থিতি সিমুলেট করে অংশগ্রহণকারীদের আগুন নিয়ন্ত্রণ, প্রাথমিক চিকিৎসা, এবং নিরাপদে স্থানান্তরের কৌশল শেখানো হয়। উপস্থিত সকলে ফায়ার এক্সটিঙ্গুইশার ব্যবহারের প্রাথমিক ধারণা লাভ করেন।
কোস্টাল স্টাডিজ এন্ড ডিজেস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শাওন বলেন , এখানে আমরা বিভিন্ন কিছু শিখতে পেরেছি , এধরনের প্রোগ্রাম বরিশাল বিশ্ববিদ্যালয়ে আরও হবে বলে আশা করি।আমরা আমাদের প্রোগ্রামকে সফল ভাবে শেষ করতে পেরেছি।
জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক বলেন, আগুন কীভাবে নিভানো হয় সেটা আমরা ছাত্রছাত্রীদের পড়ানো হয় কিন্তু প্রাকটিকালি আমাদের শেখানো হয়ে ওঠে না। এই প্রথম বারে কীভাবে হাতে কলমে আগুন নেভাতে হয় সেটা আমরা শেখার চেষ্টা করলাম , আমি মনে এরকম মহড়া প্রতিবছর হওয়া উচিত।
ফায়ার সার্ভিসের ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর মো: বেলাল বলেন, এই মহড়ার মাধ্যমে শিক্ষার্থীরা দুর্যোগ কালিন সময়ে , ভবনের মধ্যে আটকে পড়লে কীভাবে বের হবেন এবং নিজের মূল্যবান জীবন রক্ষা করবেন সেই সাথে কীভাবে অন্যদের সাহয্য করতে পারে , কীভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হয় , কীভাবে আহত ব্যক্তিকে সাহয্য করতে হয় সেগুলাই এই মহড়ায় শেখানো হলো।