নিজস্ব প্রতিবেদক,
ঈদগাঁও, কক্সবাজার ঃ
আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী রহ. ছিলেন, একজন বিশ্ববরেণ্য আরবী সাহিত্যিক। তিনি ছিলেন, চট্টগ্রাম জামিয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব, আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থা বাংলাদেশ ব্যুরো চেয়ারম্যানসহ বহু গুরুত্বপূর্ণ পদে অভিষিক্ত। তাঁর আলোকিত চিন্তাদর্শন জাতির সামনে তুলে ধরার প্রয়াসে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা একথা বলেন।
ইসলামী শিক্ষাব্যবস্থা ও সাহিত্য সংস্কৃতির উন্নয়নে দেশ বরেণ্য আলেমে দ্বীন আল্লামা মোঃ সুলতান যাওক নদভীর চিন্তাধারা ও অবদান শীর্ষক এক সেমিনার গতকাল কক্সবাজার ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জামেয়া দারুল মায়ারিফ আল ইসলামিয়ার প্রধান ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা ফুরকানুল্লাহ খলিল। প্রধান অতিথি বলেন, আল্লামা সুলতান যওক নদভী রহ. কেবল বাংলাদেশ নয়; বহির্বিশ্বেও সুসমাদৃত বিদগ্ধ আরবী সাহিত্যিক ও প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব।
তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামী শিক্ষা-দীক্ষা ও তাহযীব-তামাদ্দুনের বিকাশধারায় অনন্য অবদান রেখে গিয়েছেন। তাঁর রচিত ও অনূদিত বহু কিতাব মাদ্রাসার শিক্ষা সিলেবাসে পাঠ্য। মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের বহির্বিশ্বে উচ্চতর পড়াশোনার দ্বার উন্মোচনে তিনি স্থাপন করেন এক অভূতপূর্ব নজির। যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর তাত্ত্বিক চিন্তা ও বৈপ্লবিক দর্শন শিক্ষাঙ্গনে এক অনন্য মাইলফলক রচনা করে। তাঁর এ অবিস্মরণীয় অবদান ইতিহাসে সমুজ্জ্বল হয়ে থাকবে। লেখালেখি, সমাজশুদ্ধির বহুমুখী কর্মব্যস্ততার মাঝেও তিনি বাতিল অপশক্তির মোকাবিলায় বীরদর্পে মাঠে নেমে আসতেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের সেক্রেটারি জেনারেল আল্লামা ওবায়দুল্লাহ হামজা, জামেয়া দারুল মায়ারিফ আল ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা এনামুল হক সিরাজী মাদানী। আল্লামা সুলতান যাওক নদভীর কর্মময় জীবনের উপর প্রবন্ধ উপস্থাপন করেন জামেয়া দরুল মায়ারিফ আল ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা আফিফ ফুরকান মাদানী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদশ কক্সবাজার জেলা সদস্য সচিব মাওলানা ইয়াছিন হাবিব, রামু রাজারকুল আজিজুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ মোহছেন শরীফ, মুফ্তি কেফায়েতউল্লাহ শফিক, মাওলানা হাফেজ আব্দুল হক, মাওলানা আ হ ম নুরুল কবির হিলালীসহ অনেকে।
সেমিনারে সভাপতিত্ব করেন, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ নুরুল হক চকোরী। স্বাগত বক্তব্য রাখেন, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা কাজী মোহাম্মদ এরশাদুল্লাহ।