আশরাফুল আলমঃ
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জাতীয় কবি নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন ঝিনাইদহের শৈলকুপার বিএনপি নেতা লাবলু আহমেদ। বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন তাকে এই সম্মাননা প্রদান করে।
লাবলু আহমেদ উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মরহুম চাঁদ আলী মন্ডলের সন্তান এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
গত ১৭ মে শনিবার বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকাস্থ পল্টন টাওয়ার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ‘কবি কাজী নজরুল ইসলামের কর্মময়’ জীবন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। এই অনুষ্ঠানে লাবলু আহমেদের হাতে জাতীয় কবি নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া।
এবিষয়ে বিএনপি নেতা লাবলু আহমেদ বলেন, সমাজসেবা ও সাংগঠনিক দক্ষতায় বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এ সম্মাননা প্রশাংসার দাবিদার। এধরণের আয়োজন ভালো কাজে অংশগ্রহণের আগ্রহ আরো বাড়িয়ে তোলে।