ডেস্ক রিপোর্ট ঃ
ঢাকা, ১৬ মে ২০২৫:
বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলা মোটর, ঢাকায় অনুষ্ঠিত হলো Red Crescent Day Discussion Meeting and Red Cross Award 2025।
অনুষ্ঠানটি আয়োজন করে New Generation Forum Bangladesh। এ আয়োজনে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিককর্মী ও সমাজসেবীরা।
এই বিশেষ আয়োজনে ময়মনসিংহের উদীয়মান কবি ও গীতিকার মাহমুদুল হাসান শান্ত-কে তাঁর সাহিত্যিক অবদান ও সামাজিক সচেতনতামূলক লেখনির জন্য “Red Cross Award 2025” প্রদান করা হয়।
তিনি প্রেম, মানবতা, প্রতিবাদ, সমাজ ও সময় নিয়ে যেভাবে কবিতায় কণ্ঠ দিয়েছেন—তা আজকের তরুণদের কাছে এক অনুপ্রেরণার নাম।
অনুষ্ঠানে তাঁকে একটি সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। উপস্থিত সকলে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।