নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি ঃ
টাঙ্গাইল জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন, টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক উজ্জল মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৭ মে) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা উজ্জল মিয়াসহ সারাদেশে সাংবাদিকদের উপর চলমান সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন। অথচ তারা বারবার হামলার শিকার হচ্ছেন, যা স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি।
আয়োজক সংগঠন জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন, টাঙ্গাইল জেলা শাখা জানিয়েছে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়বে।
সংগঠনটি সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেছে, অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যেন ভবিষ্যতে কেউ এমন ঘটনার সাহস না পায়।