ডেস্ক রিপোর্ট ঃ
রাজনীতি, ব্যবসা বা নেতৃত্ব—এই তিনটি পরিচয়ের বাইরেও শেখ সাদী একজন মানুষ, যিনি মাটি ও মানুষের পাশে দাঁড়ানোর চেতনাকে নিজের জীবনের কেন্দ্রে স্থাপন করেছেন। তিনি শুধু একজন নেতা নন, তিনি একজন মানবিক যোদ্ধা—যার প্রতিটি পদক্ষেপে আছে অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা, সমাজের অবহেলিত মানুষের জন্য কিছু করার অদম্য তাড়না।
তার শৈশব, বেড়ে ওঠা, শিক্ষা এবং জীবনের প্রতিটি বাঁকেই ছিল শিখন আর প্রতিজ্ঞার গল্প। হয়তো জীবনে সবসময় সহজ পথ পাননি, কিন্তু কখনো নীতির সঙ্গে আপস করেননি। সমাজের বঞ্চিত মানুষের জন্য, এলাকার অসহায় পরিবারের পাশে দাঁড়াতে তিনি কখনো পেছনে তাকাননি। কারও চিকিৎসা খরচ, কারও সন্তানের পড়াশোনার দায়িত্ব, কারও বসতঘরের মেরামত সবখানেই তাকে পাওয়া গেছে নিরবে, বিনা প্রচারে।
কুষ্টিয়া-৪ আসনের প্রতিটি গ্রামে, পাড়ায়, অলিতে-গলিতে তার চেনা মুখটা আজ অনেকের ভরসার নাম। তিনি রাজনীতি করেন, কিন্তু রাজনীতির মোড়কে নিজেকে লুকিয়ে রাখেন না। হাসিমুখে মানুষের ঘরে ঘরে গিয়ে কুশল বিনিময় করেন, দুঃখ শুনে পাশে দাঁড়ান, সহানুভূতির হাত বাড়িয়ে দেন। এই মানবিক দিকটাই তাকে রাজনীতির সাধারণ ধারা থেকে আলাদা করে দেয়।
শেখ সাদী মনে করেন, রাজনীতি মানেই মানুষকে ব্যবহার করা নয়—মানুষের জন্য ব্যবহার হওয়া। এ বিশ্বাস থেকেই তিনি হয়ে উঠেছেন একজন মানবিক নেতার প্রতিচ্ছবি, যিনি উন্নয়নের পাশাপাশি ভালোবাসা, সহানুভূতি ও মানবিকতাকে রাজনীতির কেন্দ্রে স্থাপন করেছেন।
এই পথচলা সহজ ছিল না, এখনও নয়। কিন্তু শেখ সাদীর সংগ্রাম থেমে নেই। কারণ তিনি জানেন—যে মানুষ মানুষের পাশে দাঁড়ায়, ইতিহাস তাকেই মনে রাখে।
черемуха с доставкой жимолость с высоким урожаем
купить саженцы груш саженцы вишни с доставкой
hacklink bürosu buyhacklink.com 24 saat backlink buyhacklink.com https://www.kusadasiteksex.com/