হরিণাকুন্ডু প্রতিনিধি ঃ
মোঃ মামুনুর রহমান
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৩নং তাহেরহুদা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চলমান ইউনিয়ন সদস্য ও হরিণাকুন্ডু থানা বিএনপির সদস্য মোঃ আক্তারুজ্জামান (আক্তার) কে নিয়ে গত ০২/০৫/২০২৫ তারিখ একটি ফেসবুক একাউন্টে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয় যা ভিত্তিহীন ও বানোয়াট।
শিরোনামে লেখা হয়েছে তিনি আক্তারুজ্জামান (আক্তার) বালি খোর ও সন্ত্রাসী যা এলাকা ও ইউনিয়নের সাধারণ মানুষ সহ আক্তারুজ্জামান ইউপি সদস্যের দৃষ্টিগোচর হয়েছে। অন্যদিকে ইউপি সদস্য আক্তারুজ্জামান (আক্তার) কে নিয়ে এমন ভুল ও মিথ্যা তথ্য ছড়ানোর জন্য এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৩নং তাহেরহুদা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চলমান সদস্য জনাব মোঃ আক্তারুজ্জামান (আক্তার) কে নিয়ে এমন তথ্য প্রচার করায় ইউপি সদস্য আক্তারুজ্জামান (আক্তার) তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন (ইউপি সদস্য) আমাকে নিয়ে যে ভুল ও মিথ্যা অপতথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে এতে করে আমার ব্যাপক মানহানী হয়েছে বলে মনে করছি।
আমি বিষয়টি শুনেছিলাম পরে নিজ চোখে দেখেছি ও পড়েছি তাই আমি প্রকৃত সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা দেশ ও জাতির শক্ত পোক্ত একটি অবকাঠামো এবং সত্য সংবাদ প্রচার করা আপনাদের দায়িত্ব তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের সত্যতা যাচাই করে আমাকে আইনি সহযোগিতা করুন।
তিনি আরো বলেন আমি এই বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবো খুব নিকটে সেখানে আপনাদের উপস্থিতি একান্ত প্রয়োজন।
এই বিষয়ে ৩নং তাহেরহুদা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে কথা বললে তারা বলেন আমাদের মেম্বার সাহেব আক্তারুজ্জামান (আক্তার) অনেক ভালো মানুষ তার বিরুদ্ধে কোনো অভিযোগ আমাদের জানা নেই। তিনি বিএনপি দলের সাথে যুক্ত থাকাই দীর্ঘ ১৬ বছর ৬ মাস মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছেন। এখন কেন তাকে আবার মিথ্যা হয়রানি করা হচ্ছে বলে প্রশ্ন ছোড়েন!!
Francisk Skorina https://www.gsu.by Gomel State University. One of the leading academic and scientific-research centers of the Belarus. There are 12 Faculties at the University, 2 scientific and research institutes. Higher education in 35 specialities of the 1st degree of education and 22 specialities.