ভিক্টর বিশ্বাস চিতা
স্টাফ রিপোর্ট ঃ
দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে অবশেষে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিল প্রশাসন। বুধবার (৭ মে) সকালে ছদ্মবেশে অভিযান চালিয়ে দুইজনকে ১৫ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট।
উপজেলা নির্বাহী অফিসার ও মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ধরা পড়ে হাসপাতালের রাধুনী খাইরুল ইসলাম (৪৮) এবং দালালচক্রের অন্যতম সদস্য সেলিম হোসেন (২৮)। যথাক্রমে তাদের ৫ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় হাসপাতালের কোনো চিকিৎসক পাশে না দাঁড়ানোয় ক্ষোভ ঝাড়েন ইউএনও। তিনি বলেন, “আমরা ছদ্মবেশে অভিযান চালিয়েছি। সাধারণ সেবা প্রার্থীরা আমাদের সহায়তা করেছেন এবং তারা এসব দালালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা দেখতে চান।”
সেবা প্রার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের কিছু চিকিৎসক ভুয়া ও অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে হাত মিলিয়ে কমিশনের বিনিময়ে রোগী পাঠিয়ে আসছেন।
অভিযান শেষে ইউএনও হুঁশিয়ারি দিয়ে বলেন, “এ ধরনের অভিযান চলতেই থাকবে। স্বাস্থ্যসেবা নিয়ে কোনো প্রকার বাণিজ্য সহ্য করা হবে না।
অভিযানে সহযোগিতা করেন খোকসা থানা পুলিশের একটি বিশেষ টহল দল।