ডেস্ক রিপোর্ট ঃ
ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ মে) উপজেলার শেখপাড়া বাজারে ১নং ত্রিবেণী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাবলু মন্ডলের সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (বাবুল) এর সার্বিক সহযোগিতায়, সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. হুমায়ন বাবর ফিরোজ।
প্রধান অতিথির বক্তব্য, এ্যাডঃ হুমায়ন বাবর (ফিরোজ) বলেন, আগামী দিনে বর্তমানে এ্যার্টনি জেনারেল আসাদুজ্জামান এর হাত কে শক্তিশালী করার লক্ষ্য নিজ নিজ এলাকায় নিজ দায়িত্বে সবাই কে ঐক্যবদ্ধ হয়ে দলীয় কার্যক্রম আরো গতিশীল করতে হবে, এবং আগামী নির্বাচনে আসাদুজ্জামান কে এমপি পদে জয়যুক্ত করে, আইনমন্ত্রীর দায়িত্ব পালনে ও ভুমিকা রাখবে বলে, সেই আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খালিলুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রাকিবুল হাসান খান দিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান তুর্কি, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সোহেলী খান, ও সহ-সভাপতি মোঃ জাফর ইকবাল মোল্লা, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমীন বিশ্বাস, যুগ্ন আহ্বায়ক সোহেল রানাসহ বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।