এম আবু হেনা সাগর
ঈদগাঁও, কক্সবাজার ঃ
অল্প বৃষ্টিতে ঈদগাঁও বাজারে দেখা দিলো জলাবদ্ধতার চিত্র। বৃষ্টি পড়তে না পড়তেই প্লাবিত হয়ে পড়ে বাজার এলাকা। বাজার কেন্দ্রীক অলি-গলিতে জমে থাকা পঁচা পানিতে দুর্ভোগে পড়েন ব্যবসায়ীসহ পথচারীরা। ৩০ এপ্রিল এমনি দৃশ্য বাজার এলাকায়।
তবে স্থানীয়রা জানান, প্রতিবছরই অল্প বৃষ্টিতে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ড্রেনেজ ব্যবস্থার বেহাল ও অপরিকল্পিত সংস্কারের কারণে পানির সঠিক নিষ্কাশন সম্ভব হচ্ছেনা। এতে বাজারটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ব্যবসা বানিজ্য নিয়ে চরম বেকায়দায় পড়েন ব্যবসায়ীরা।
দেখা যায়, ঈদগাঁও বাজারের বহু ব্যবসায়ীক প্রতিষ্ঠানে পানি প্রবেশ করে। মালামালের ক্ষতি হয়। পথচারীরা বাধ্য হচ্ছেন পঁচা-দুর্গন্ধযুক্ত পানির মধ্য দিয়ে চলাফেরা করতে। স্থানীয়রা দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ড্রেন থাকলেও তা দেখার কেউ নেই। পানি জমে থাকলে ও বাহির হওয়ার ব্যবস্থা নেই। উন্নয়ন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ।
This gave me a lot to think about. Appreciate the insight!
I’ve been looking for info like this—glad I found your blog.
escort bayan kuşadası Kemer Escort Hizmetleri. Kemer, doğal güzellikleri ve lüks tatil köyleriyle bilinen bir diğer popüler tatil beldesidir. Kemer’de sunulan escort hizmetleri https://www.bfimportsac.com/