নিজস্ব প্রতিবেদক
ঈদগাঁও, কক্সবাজার ঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার এক নেতা প্রকাশ্যে ফেসইবুকে ঘোষণা দিয়ে যুবলীগের পদ থেকে পদত্যাগ করে জামাতে যোগ দিলো।
কৌশলে দল ত্যাগ করে ভিন্ন মতের আরেকটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন ঈদগাঁও উপজেলাধীন জালালাবাদের শাহ্ নেওয়াজ চৌধুরী। দীর্ঘসময় ধরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন শাহনেওয়াজ।
তিনি কক্সবাজার সদর উপজেলা যুবলীগের প্রচারও প্রকাশনা সম্পাদক এবং আমরা কজন মুজিব সেনা,ঈদগাঁও সাংগঠনিক উপজেলার সাবেক সাধারণ সম্পাদকসহ জেলা-উপজেলায়
বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন আওয়ামী সমথিত নানান সংগঠনের।
গতকাল শাহ নেওয়াজ চৌধুরী তার ফেসইবুকে একটি পোস্ট দিয়ে জামায়াত ও শিবিরের সুনাম করে যতো দিন বাঁচবেন ততো দিন জামায়াতের সাথে থাকবেন মর্মে এই দলে যোগ দেন।
জানা যায়, ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর থেকে আত্মগোপনে ছিল শাহ নেওয়াজ। শোনা যায়, পুলিশি আটক থেকে বাঁচতে বিদেশ পালিয়ে নিজেকে আড়াল করেন তিনি।
শাহ নেওয়াজ তার ব্যাক্তিগত ফেসইবুকে লিখে,কক্সবাজার সদর উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় ও সুস্থ মস্তিষ্কে পদত্যাগ করলাম। শুভ কামনা রইল সবার জন্য। যতদিন বাঁচব বাংলাদেশ জামায়াত ইসলামীর সমর্থক হয়ে থাকব। মহান রাব্বুল আলামীন সবাইকে সঠিক পথে আসার তৌফিক দান করুক। আমিন চুম্মা আমিন। জামায়াত শিবির সঠিক মানুষ গড়ার প্রতিষ্ঠান।
এর ৫ ঘন্টা পর আরেক পোস্টে শাহ নেওয়াজ লিখেন,”বাংলাদেশ জামায়াত ইসলামীর সমর্থক হওয়াতে গালি দিতে পারছিনা। এই সংগঠনের সমর্থক হলে গালি দেয়া যায়না। খারাপ কোন কাজে নিজেকে জড়ানো যায়না। মানুষের সাথে খারাপ আচরণ করা যায়না। আশা করি সবাই সংযত আচরণ করবেন। অন্যথায় সময় কথা বলবে। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইনা। সুতরাং…..”
wpna0g