
এস এম কনক
কুষ্টিয়া ঃ
আজ ০৭ এপ্রিল ২০২৫ ইং, রোজ সোমবার, সকাল ১১:৩০ ঘটিকায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অন্তঃবিভাগ (মেডিসিন ও শিশু বিভাগ) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। নানাবিধ সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সীমীত পরিসরে উক্ত বিভাগের কার্যক্রম শুরু করা যাচ্ছে।
যেহেতু এই মূহুর্তে হাসপাতালের জরুরী বিভাগ চালু করা যাচ্ছে না বিধায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে রেফার্ডকৃত রোগী ভর্তি করা হবে।
দুপুর ২:৩০ ঘটিকা পর্যন্ত রোগী ভর্তি কার্যক্রম চলমান থাকবে।
মেডিসিন বিভাগ ও শিশু বিভাগের প্রতিটিতে ৪৫ জন করে সর্বমোট ৯০ জন রোগী (বিছানা খালী থাকা সাপেক্ষে) ভর্তি করার ব্যবস্থা রাখা হয়েছে।
অনতিবিলম্বে স্থানীয় ব্যবস্থাপনায় আংশিকভাবে প্যাথলজি বিভাগ চালু করা হবে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা যাবে।
ঠিকাদার নিযুক্ত হওয়া সাপেক্ষে রোগীর পথ্য সরবরাহ করা যাবে।
বিভিন্ন বিভাগের জনবল ঘাটতি পূরণের প্রচেষ্টা চলমান আছে।
অতিরিক্ত দর্শনার্থীদের হাসপাতালে আগমন নিরুৎসাহিত করা হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ অত্র সীমাবদ্ধতাসমূহ দ্রুততম সময়ে নিরসনের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহের সাথে যোগাযোগ করছে এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে সচেষ্ট আছেন।
.ডাঃ মোঃ আনোয়ারুল কবীর
পরিচালক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কুষ্টিয়া।