ফলো আপ
স্টাফ রিপোর্টার,ঈদগাঁও
ঈদগাঁও উপজেলার হিমছড়ি ঢালা থেকে মঙ্গলবার (২৫ মার্চ) সকালে অপহরণের শিকার মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান দুই লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে অপহরণ চক্রের জিম্মিদশা থেকে ফিরে এসেছে।
একইদিন রাত সাড়ে ৮টার দিকে জোয়ারিয়ানালা ইউপির ফিলিং স্টেশন থেকে পূর্বে অর্ধ কিলোমিটার দূরত্বে পাহাড়ি বন এলাকায় তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।
অপহৃতের এলাকার বনি আমিন ও কাশেম তার ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহৃতের ছোট ভাই আবু বকর সিদ্দিককে অপহরণ চক্রের ফোনে দেয়া লোকেশন অনুযায়ী সে সহ তার অপর চাচাত ভাই রমজান আলী উক্ত বন এলাকায় গিয়ে মুখোশধারী সশস্ত্র ডাকাত দলকে দাবিকৃত ২ লক্ষ টাকা মুক্তিপণ বুঝিয়ে দিলে তারা মাওলানা মিজানুর রহমানকে ছেড়ে দেয়। বর্তমানে তারা ভিকটিমকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)র মতে, তিনি অপহৃত ব্যক্তি উদ্ধার হয়েছেন জেনেছেন, তবে মুক্তিপণের বিষয়টি জানেন না।
urn8js