সিপন রানা(নাগরপুর)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ ইট ভাটার মালিককে ২ লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার তিরসা এলাকার মেসার্স এম কে টি বিক্সসের মালিক কাদের খলিফাকে এ অর্থদন্ড করা হয়। সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক এ আদালত পরিচালনা করেন।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে মেসার্স এম কে টি বিক্সসের ইট ভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে ওই বাটার মালিককে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই অভিযান চলমান থাকবে।
fh9k7CXYV9j
hQ41z59c9DF