এম আবু হেনা সাগর,ঈদগাঁও
ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা সম্পন্ন হয়েছে। ১৪ জানুয়ারী সকাল দশটায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে এই মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।
উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল, ঈদগাহ রশিদ আহমদ কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশীদুল জন্নাত, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিউল আলম শফিসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ। এছাড়াও অন্য দের মাঝে অংশ নেন – ডাক্তার তৃণা সাহা এবং ইসলামপুরের ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইনসহ আরো অনেকে। বিদ্যালয়ের বিশাল হলরুমে ঈদগাঁও উপজেলার আওতাধীন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ও কলেজ বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছেন।
ইউএনও স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেছেন। শিক্ষার্থীরা তাদের প্রযুক্তি বিষয়ে উপস্থাপন করে। বিকেলে অতিথিরা মেলায় অংশগ্রহণকৃত প্রতিষ্ঠান থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করেন।
এ তালিকায় প্রথম স্থান অধিকার করেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হলেন পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় ও তৃতীয় হলেন জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়। নান্দনিক বিজ্ঞান মেলার আয়োজনকে সাধুবাদ জানান এলাকার সচেতন মহল,শিক্ষার্থী সমাজ।