অথই নূরুল আমিন
গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। অস্থায়ী এই সরকারের বয়স ছয় মাস ও পূর্ণ হয়নি। এরই মধ্যে দেশের শতাধিক পণ্যের মূল্য বৃদ্ধি হলো হঠাৎ করে। যা সম্পূর্ণ অযৌক্তিক। দেশের জনগণের আয় রোজগার বর্তমানে খুবই কম।
বিশেষ করে নিম্ন আয়ের জনগণ খুবই কষ্টে আছে। সবচেয়ে বেশি কষ্টে আছে শহরের মধ্যবিত্ত মানুষেরা। যারা ভাড়া করা বাসায় থাকেন। নিম্ন আয়ের মানুষের দুখের কথা তো আর লিখে শেষ করাই যাবে না। দায়িত্বে থাকা একটি সরকার প্রথমেই চিন্তা করবে জনগণ নিয়ে। জনগণের স্বার্থ নিয়ে।
দেশের মানুষেরা জানে বেশকিছু পণ্যের মূল্য জুন মাসে বাজেট আসলে বেড়ে যায়। চলতি জানুয়ারি মাসেই যেসকল পণ্যের মূল্য বেড়েছে। এটা বিগত তিন যুগের মধ্যে এই প্রথম। রাষ্ট্র চালাতে রাষ্ট্রের যেসকল খরচ আছে। তার মধ্যে সবচেয়ে বেশি খরচ সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা ও পেনশন। দ্বিতীয় খরচ হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ যেমন সংস্কার বা মেরামতের। তৃতীয় খরচ হলো দান অনুদান।
আজকে দেশের কোনো জনপ্রতিনিধি নেই। তাই তাদের বেতন ভাতাও নেই। এদিকে প্রায় সকল প্রকার ভাতা বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের বৃত্তি বন্ধ রয়েছে। টিসিবির কার্ড বন্ধ রয়েছে। অনেক বড় বড় উন্নয়ন প্রকল্প বন্ধ ঘোষণা করা হয়েছে। তারপরও কেন বছরের শুরুতে শতাধিক পণ্যের মূল্য সীমাহীন বেড়ে গেল।
আমার প্রশ্ন হলো পণ্যের দাম বেড়েছে। এরকম খবর কি দেশের প্রধান উপদেষ্টা জানেন কি না? নাকি প্রধান উপদেষ্টার চোখ ফাঁকি দিয়ে কোন দালাল চক্র এই ধরনের ভূল কাজ করে যাচ্ছে। প্রশ্নটা এই জন্য করলাম যে। আগের রাষ্ট্র প্রধানেরা দেশের অনেক কিছু জানতেন না। তাদের চোখ ফাঁকি দিয়েই এক শ্রেণির দালালেরা সরকারি আমলারা মন্ত্রী এমপিরাই করে ফেলত।
এই মর্মে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে, পণ্যের মূল্য বৃদ্ধির ফলে দেশের জনগণ আপনার প্রতি আত্মবিশ্বাস হারালে। আপনার সম্মান নষ্ট হতে পারে। সকল উপদেষ্টাদের প্রতি জনগণের ঘৃণা ভাব আসতে পারে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্রদের কদর কমতে পারে সমাজে। চলতি বছরের প্রথম মাসেই শতাধিক পণ্যের মূল্য সীমাহীন বেড়ে যাওয়ার ফলে এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। যা করবেন খুব ভেবে চিন্তে করবেন। সবাই ভালো থাকবেন।
অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী
১২.১২.২০২৫