কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৬৩৫ পিস ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরি¯ি’তি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যা”েছ। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
২। গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১১ জানুয়ারি ২০২৫ তারিখ ১৭২০ ঘটিকায় “কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন চর সাদীপুর পশ্চিমপাড়া গ্রাম¯’ আসামী মোঃ হানিফ খাঁ (৪৫), পিতা-হাবিল খাঁ এর টিনশেড ঘরের মধ্যে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৬৩৫ পিস ইয়াবা, যাহার আনুমানিক মূল্য ১,৯০,৫০০/- টাকা সহ ০১ জন আসামি মোঃ হানিফ খাঁ(৪৫), পিতা-হাবিল খাঁ, সাং- চর সাদীপুর (পশ্চিমপাড়া), থানা-দৌলতপুর, জেলা- কুষ্টিয়াকে গ্রেফতার করে। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যব¯’া গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত আসামির নামে একাধিক মাদক মামলা রয়েছে।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।