মোহাম্মদ সুমন আলী
স্টাফ রিপোর্টার
আজ ১০ জানুয়ারি ২০২৫ ইং তারিখে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়, উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ,
সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডক্টর মোহাম্মদ সামিউল হক ফারুকী , কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য,
বাংলাদেশ জামায়াতে ইসলামী, উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন ডঃ মোঃ জাহাঙ্গীর আলম, আমির গাজীপুর জেলা, উক্ত সম্মেলনে গাজীপুরের বিভিন্ন উপজেলার দায়িত্বশীল ব্যক্তি, রুকন , কর্মী, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ব্যক্তি ,রোকন ,কর্মী,
সহযোগি,সমর্থক সহ হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতি ঘটে, উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, ইউনিট সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সজীব, ইউনিট সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম, সম্মেলন টি সকাল নয়টায় শুরু হয় এবং শুক্রবার জুম্মার দিন হওয়ার কারণে দুপুর ১২ টার সময় সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয় ।