এস এম কনক :
কুষ্টিয়া ৪৭ বিজিবির অভিযানে ২৬ লাখ টাকার কোকেন ও ফেন্সিডিল উদ্ধার। ৪৭ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান গতকাল ১৮ ডিসেম্বর সুবেদার শাহাবুদ্দিন এর নেতৃত্বে আশ্রায়ন বিওপির একটি টহল দল তাল তলা ঘাট নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫৩০ গ্রাম ভারতীয় কোকেন ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
যার আনুমানিক মূল্য ২৬ লক্ষ ৫৪ হাজার টাকা। উদ্ধারকৃত কোকেন ও ফেন্সিডিলের বিষয়ে দৌলতপুর থানায় জিডি এন্ট্রি করা হয়েছে।