সেলিম বাবু স্টাফ রিপোর্টারঃ
আলমডাঙ্গা ভাংবাড়ীয়া ফেরিঘাট পাড়া মৃত মোকছাদ প্রামানিকের ছেলে মকবুলের বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত রবিবার রাত বারোটার দিকে ভাংবাড়িয়া ফেরিঘাটপাড়ায় এই ঘটনা ঘটে।
জানা গেছে মকবুলের সাথে দীর্ঘদিন শরিকানা জমি নিয়ে মহাবুলের সাথে মামলা চলে আসছে সেই মামলা বর্তমানে চলমান। স্থানীয়রা জানান রবিবার রাত বারোটার সময় হঠাৎ মকবুলের বাড়িতে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীদের ডেকে আগুন নেভানোর চেষ্টা করেন প্রতিবেশীরা। প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আরো জানা যায় ওই ঘরের ভিতরে যত আসবাবপত্র ছিল আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে এবং ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে মকবুলের সাথে কথা বলে জানা যায় রাত বারোটার সময় প্রতিবেশীরা সংবাদ দেয় আমার বাড়িতে আগুন জ্বলছে আমি বাড়িতে এসে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে আমি গরিব মানুষ আমার ঘরের ভিতরে যত আসবাবপত্র ও খাদ্য শস্য ছিল সব দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
এখন আমি নিঃস্ব আমার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো জানান প্রতিপক্ষরা ও আমরা একই বংশের কিন্তু তারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের বাড়িতে থাকার সুযোগ দেয়নি। এব্যাপারে থানায় অভিযোগ করবে বলে তিনি জানান