মহান বিজয় দিবসে রাজশাহীর পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলি
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ ১৬ ডিসেম্বর ২০২৪ সকাল ৬.৪২ টায় রাজশাহী কোর্ট শহিদ স্মৃতিস্তম্ভে রাজশাহীর পুলিশ সুপার জনাব মো: আনিসুজ্জামান জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মোৎসর্গকে সম্মান জানাতে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্স মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ এবং গণকবরে পুস্পস্তবক অর্পণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মোঃ আশরাফুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)মোঃ খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম-সহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।