মোঃ সুমন আলী
স্টাফ রিপোর্টার
আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস, এই দিন টিকে উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাত নম্বর ওয়ার্ড কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে এক বিশাল বর্নাঢ্য বর্নাঢ্য রেলী, আলোচনা সভা, ইসলামীক সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামীক কুইজ প্রতিযোগীতা,ক্রীড়া অনুষ্ঠান, ফ্রি ব্লাড গ্রুফ টেষ্ট ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি,
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাস পাড়ার ঝিকঝাক মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শফিউদ্দিন, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা, সভাপতিত্ব করেন জনাব মোঃ শফিকুল ইসলাম, আমির সাত নম্বর ওয়ার্ড কালিয়াকৈর পৌরসভা গাজীপুর, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ কাউছার আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কালিয়াকৈর গাজীপুর, জনাব মোহাম্মদ রিয়াদ মাহমুদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা কালিয়াকৈর থানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ ইয়াসিন আলিম মৃধা, আমির কালিয়াকৈর পৌরসভা গাজীপুর,
জনাব মোঃ ইমতিয়াজ হোসেন সেক্রেটারি কালিয়াকৈর পৌরসভা গাজীপুর, জনাব মোঃ ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠাতা আমির ৭ নম্বর ওয়ার্ড কালিয়াকৈর পৌরসভা গাজীপুর, মাওলানা মোঃ হারুনুর রশিদ, সাবেক আমির ৭ নম্বর ওয়ার্ড কালিয়াকৈর পৌরসভা গাজীপুর, ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম, সাবেক আমির সাত নম্বর ওয়ার্ড কালিয়াকৈর পৌরসভা,অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়াত করেন হযরত মাওলানা সুলতান উদ্দিন,
উদ্ভোধনীবক্তব্য রাখেন মোঃ শফিকুল ইসলাম, আমির ৭ নং ওয়ার্ড, কালিয়াকৈর পৌরসভা গাজীপুর ,উক্ত অনুস্ঠানের অংশ হিসেবে সহযোগী সদস্যরা হাড়িভাঙ্গা খেলায় অংশ নেন, রুকন ভায়েরা অংশ নেন বেলুন খেলায়,এরপর দুপুরে যোহরের নামাজ আদায়ের পর মধ্যান্ণ ভোজের পর খেলায় অংশ গ্রহন কারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনের পর অনুষ্ঠানের সমাপ্তী ঘোষনা করা হয় ।