নিজস্ব প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে মাদক ব্যবসায়ীদের গুলিতে আরেক মাদক ব্যবসায়ী ছোটন মিয়া (২৮) গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ছোটন মিয়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত ছোটন দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে।
আহত ছোটন ও হামলার ঘটনায় অভিযুক্ত জনি, রুবেল, শহর মাদক ব্যবসার সাথে যুক্ত। খোঁজ নিয়ে জানা গেছে, মাদক ব্যবসা নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের ছোটন ও জনির মধ্যে বিরোধ চলছিলো। তারা দুইজনই মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে গতকাল বৃহস্পতিবার বিকালের দিকে ছোটনের বাড়িতে হামলা করে জনি ও তার লোকজন। এসময় ছোটনের পায়ে গুলি করে জনি। এছাড়াও জনির ঘরবাড়ি ভাংচুর করে তারা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা বলেন, জনি ও ছোটন দুইজনই মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিলো। এরই জের ধরে মাদক ব্যবসায়ী জনি ও তার লোকজন অস্ত্রসস্ত্র নিয়ে ছোটনের বাড়িতে হামলা করে। জনির গুলিতে ছোটন আহত হয়েছে। মাদক সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে। ভারত সীমান্ত ঘেঁষা জামালপুরে জনি ও ছোটন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে।
আহত ছোটনের স্ত্রী রাহেলা খাতুন ও মা বুলুয়ারা খাতুন বলেন, জনি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত।। সে একজন মাদক ব্যবসায়ী। জনি ও তার লোকজন বিকালের দিকে আমাদের বাড়িতে হামলা করে ঘরবাড়ি ভাংচুর করে। এসময় ছোটনকে গুলি করে জনি। তার সাথে অস্ত্রসস্ত্র নিয়ে রুবেল ও শহর সহ বেশ কয়েকজন উপস্থিত ছিল। জনির গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এবিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানান, গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে ছোটন। সে চিকিৎসাধীন রয়েছে।