গত ইংরেজি ১১.১১.২০২৩ তারিখে গলসি থানায় অভিযোগ আসে যে একটি ১৭ বছরের নাবালিকা মেয়ে বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যায়।
এই অভিযোগের ভিত্তিতে গলসি থানাতে একটি মামলা রজ্জু হয়। ২০২৩ সাল থেকে বিভিন্নভাবে মেয়েটিকে গলসি থানার তদন্তকারী অফিসার খোঁজার চেষ্টা করেন, কিন্তু প্রাথমিকভাবে কোন হদিশ পাওয়া যায়নি। তা সত্ত্বেও তদন্তকারী অফিসাররা হাল ছাড়েননি, অসীম ধৈর্য এবং অনমনীয় মনোভাব নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে গেছেন।
অবশেষে গত ৪-১২-২৪ তারিখে মাননীয় পুলিশ সুপারের অনুমতি নিয়ে রাজস্থান এর উদেশ্যে পূর্ব বর্ধমানের পুলিশ টিম রওনা দেন। ০৭.১২.২৪ তারিখে স্থানীয় পালরি- এম থানা র সহায়তায় যোধপুর স্টেশন থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত পোশালিয়া গ্রাম থেকে, তদন্তকারী অফিসাররা ঐ নাবালিকা কে উদ্ধার করে এবং আসামি কে গ্রেপ্তার করেন । আজ (১০.১২.২৪) তারিখে নাবালিকা এবং আসামি কে পূর্ব বর্ধমানে ফিরিয়ে আনা হয়। আগামীকাল (১১.১২.২৪) আসামি এবং উক্ত নাবালিকাকে পূর্ব বর্ধমান জেলা আদালতে নিয়ে যাওয়া হবে।