মাজেদুল ইসলাম মন্ডল স্টাফ রিপোর্টার
ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার রুখে দিতে পারে আমাদের গণমাধ্যম- অধ্যাপক আবুল হাশেম
গণমাধ্যম ঢালাওভাবে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে প্রতিনিয়ত। তবে তাদের এসব অসত্য সংবাদ রুখে রুখে দিতে পারে আমাদের গণমাধ্যম। আর তাই সাংবাদিকদের প্রতি আহবানও জানিয়েছেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম।
সোমবার দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে সাপ্তাহিক কুষ্টিয়ার দিগন্তের ১৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।
কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগরের সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের সূরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখন, কলামিষ্ট ও মাডার্ন স্ট্রাকচার্স এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ রাশেদ খান।
সাপ্তাহিক কুষ্টিয়ার দিগন্তের সম্পাদক ও প্রকাশ খালিদ হাসান সিপাহীর সার্বিক পরিচালনায়, কুমারখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহাগ মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, ইয়ুথ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, কুষ্টিয়া পৌর আমীর এনামুল হক শাফি, জেলা শিবির সভাপতি ইমরান হোসেন, শহর সভাপতি হাফেজ সেলিম রেজা।
সেসময় আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, মাটির ডাকের সম্পাদক লুৎফর রহান কুমার, মাটির পৃথিবীর সম্পাদক এম এ জিহাদ, দৈনিক সাগর খালির সম্পাদক মোহাম্মদ আলী জোয়ার্দার, বাংলাদেশ বেতারের দেলোয়ার মানিক, আলোকিত বাংলাদেশের আরিফ মাহমুদ, এটিএন বাংলার খন্দকার তুহিন আহমেদ, যমুনা টিভির রুহুল আমিন বাবু, নিউজ টোয়েন্টিফোরের মাহাতাব উদ্দিন লালন, নাগরিক টিভির দেবাশীষ দত্ত, দৈনিক শিকলের ভারপ্রাপ্ত সম্পাদক মাহাফুজুর রহামান, দৈনিক মানব কন্ঠের আব্দুর কুদ্দুস, দিনের খবরের সম্পাদক আব্দুর রাজ্জাক, ডেইলী স্টারের আনিচ মন্ডল, দৈনিক খবরওয়ালার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন, দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেনসহ কুষ্টিয়ার বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Amazing Post Broo!! Amazing Amazing!! Wait Your New Post Bro!!
Amazing Post Broo!! Amazing Amazing!! Wait Your New Post Bro!!