সুজন মাহমুদ(গাংনী প্রতিনিধি)
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কের উপর ছিটকে পড়ে সজীব (১৭) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (০১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া বারিশাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক নিহত সজীব উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের ক্যাম্পপাড়ার ফুলবাস আলীর ছেলে ও তেতুলবাড়িয়া সোলাইমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সীমা বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ইসমাইল হোসেন জানান, সজীব বেপরোয়া গতিতে রেজিস্ট্রেশন বিহীন একটি অ্যাপাচি মোটরসাইকেল যোগে লক্ষ্মীনারায়নপুর ধলা গ্রাম থেকে তেতুলবাড়িয়া গ্রামের দিকে যাচ্ছিল। ধলা- তেতুলবাড়িয়া- সড়কে বারিশাহ ব্রীজ এলাকায় পৌছালে একটি ট্রলিকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহতাবস্থায় পড়েছিল।
সম্রাট নামের এক মোটরসাইকেল চালকের সহযোগিতায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. সীমা বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের নিহতের সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Выбор недорогого сервера HP Proliant, Получите консультацию перед покупкой сервера HP Proliant
сервер hp купить [url=https://www.servera-hp-proliant.ru/]https://www.servera-hp-proliant.ru/[/url] .