এতিম শিশুদের নিয়ে খাগড়াছড়ি জেলা পুনাকের প্রীতিভোজের আয়োজন
খাগড়াছড়ি জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যাগে গত ২৪ নভেম্বর ২০২৪ খ্রিঃ রোজ- রবিবার দুপুরে সদর উপজেলা সংলগ্ন পূর্ব ইসলামপুর দারুল উলুম আলিমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের সাথে নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেন পুনাক সভানেত্রী জনাব জান্নাতুল ফেরদৌস তুলি, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
প্রায় ৬০ জন এতিম শিশু পড়াশোনা ও বসবাস করছে এই এতিমখানায়। মোটামুটিভাবে খেয়ে পরে চলছে এখানকার শিশুদের জীবন। তবে ভালো পরিবেশে ভালো খাবার পাওয়া এই ছোট্ট শিশুদের ভাগ্যে হয়তো জুটেনা। পুনাকের এই উদ্যোগে এতিমখানার শিশুরা অনেক উচ্ছসিত। তাদের এই খুশিতে হাসি ফুটে উঠে আয়োজকদের মুখেও।
ব্যতিক্রমধর্মী এই আয়োজনে পুনাক সভানেত্রী বলেন, ‘ওদের আনন্দ দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছে। এখানে কারো বাবা নেই, কারো নেই মা, আবার অনেকের বাবা-মা কেউও নেই। আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। কিন্তু যাদের বাবা মা নেই তারা চাইলেই সে ধরনের খাবার খেতে পারেনা। পুনাকের উদ্দেশ্যই হচ্ছে সমাজের অসহায় মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করা। এসব এতিম শিশুদের জন্য ভালোবাসা ও মমত্ববোধ থেকে আমাদের আজকের এই আয়োজন।’
আয়োজনে আরো উপস্থিত ছিলেন জনাব জেসমিন আক্তার, সাধারণ সম্পাদিকা (পুনাক), জনাব হাবীবা আক্তার রাখি, সদস্য সচিব (পুনাক) এবং জনাব কাজী কামরুন্নাহার লাইলী, পুলিশ পরিদর্শক (নিঃ) যুগ্ন সাধারণ সম্পাদিকা (পুনাক) সহ জেলা পুনাকের অনান্য নারী পুলিশ সদস্যবৃন্দ।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) খাগড়াছড়ির এতিম শিশুদের পাশে দাড়ানোর এমন উদ্যোগ কে সাধুবাদ জানান উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।