ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪: গতকাল শুক্রবার, ২২ শে নভেম্বর, ২০২৪, এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মাটির সুর সাহিত্য ও সংস্কৃতিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বেসেরা কবি ও সাহিত্যিক ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খ্যাতনামা অভিনেতা সোহেল রশিদ, এবং সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিনেতা ও কবি সরোয়ার মাহিন। প্রধান অতিথি ড. জাহাঙ্গীর আলম রুস্তম তার বক্তৃতায় বলেন, “দেশ আজ আমলাতন্ত্রের জটিলতা ও অপরাজনীতির শিকার। শুধুমাত্র কবি ও লেখকরাই তাদের লেখনীর মাধ্যমে দেশকে মুক্ত করতে পারেন। আজকাল অফিস চুরি ও ঘুষ সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, আর এর একমাত্র ডাক্তার হলেন কবি-সাহিত্যিকরা।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সাহিত্যিক মোহাম্মদ মোমেন মিয়া, খলিলুর রহমান, ও আক. আলমগীর জুয়েল। কিশোর অতিথি হিসেবে যোগ দেন মো. মনিরুজ্জামান চৌধুরী মবি। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রুনা লায়লা পারভীন আমিন মোস্তাক আহমেদ, সৈয়দা হাবিবা মুল্লারিন, মোসলেহ উদ্দিন, জনি, এবং ধীতিকার পরও বাচিক শিল্পী খালেদা সরদার শিয়িন। এছাড়া, সংগঠনের বিশেষ উদ্যোগে কিছু কৃতী ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হয়। উপস্থিত ছিলেন সংগঠক, কবি, ও সুরকার লতিকার, এবং সংগঠনকর্মীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।