ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রাকৃতিক ছোঁয়া পেতে, জল-পাহাড়ের ধারে কিছুক্ষণ ঘুরেফিরে ক্লান্তি ভুলতে কে না চাই। স্বচ্ছ জল, সবুজ, শ্যামল,সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত আজিজনগর এলাকার সেই চেয়ারম্যান লেক। প্রতি ক্ষণে ক্ষণে বদলায় সেই প্রকৃতির রঙ, রূপ ও যৌবন। একেক ঋতুতে হয়ে ওঠে একেক রকম। বিশেষ করে,শীতকালীন সময়ে আরো মোহনীয়-মায়াময় হয়ে উঠে।
পাহাড়ের পাদদেশে গড়া উঠা এ লেকটির প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসু ও প্রকৃতি প্রেমীরা। সুউচ্চ পাহাড়-টিলার চূড়া থেকে নেমে আসে আঁকা বাঁকা পথ বেয়ে সচ্ছ জল। চারদিকে পাহাড়, পাহাড়ের মোহনায় জলধারার হয়েছে সৃষ্টি।
চারদিকে সবুজে ঘেরা। দূর পাহাড়ের ওপর সাদা মেঘের ভেলা। আর কখনও কখনও লেকের স্বচ্ছ জলে ভেসে উঠছে পাহাড়সুদ্ধ সেই মেঘের ছবি। ধীরে ধীরে পর্যটকদের আকর্ষণ হয়ে উঠছে চেয়ারম্যান লেক। যেন সবুজের মায়াজালে বন্দি। স্থানীয় ও দূর দূরান্তের পর্যটকদের ভীড়। চলতি মৌসুমে ভ্রমণ পিপাসু লোকজন আসা শুরু করছে।
পাহাড়ের পাদদেশে চেয়ারম্যান লেক,লেকের উপর দিয়ে চলছে বোট। লেকের জল আর পাহাড়ে ঘেরা নয়নাভিরাম দৃশ্য যে কাউকে কাছে টানে। বেড়াতে আসা দর্শনার্থীদের চোখে-মুখে উচ্ছ্বাস, থাকে উল্লাসের ছাপ। পাহাড় চূড়ায় উঠে চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখার মজাই আলাদা। দূরের লেক পাহাড়ের মাঝে নীলাভ জলরাশি যেন গেয়ে যায় অনিন্দ্য সুন্দর সম্প্রীতি। লেকের মাঝে ছড়ায় অনন্য সৌন্দর্য্য।
মেঘ-পাহাড়ের অনুপম সম্পর্ক উপভোগ করা যায় অনায়াসে। চারদিকে পাহাড়ের নৈস্বর্গিক সৌন্দর্য্য যে কাউকে বিমোহিত করে। অসংখ্য প্রজাতির বনজ, ফলদ আর ভেষজ বৃক্ষরাজির সমারোহ। পরিবারের সদস্যদের নিয়ে বেড়ানোর অনন্য এক পর্যটন স্পট।
কজন স্থানীয় পর্যটকরা জানান, লেকটি অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য্য গাঁথা। সত্যিই দূর দুরান্তের পর্যটকদের নজর কাটবে নান্দনিক এ চেয়ারম্যান লেকটি।