
খোকসা (কুষ্টিয়া) থানা পুলিশ কর্তৃক জিআর ওয়ারেন্ট ভুক্ত ০২ (দুই) জন এবং নিয়মিত মামলায় ০৩ (তিন) জন মোট ০৫ (পাঁচ)জন আসামি গ্রেফতার…
মঙ্গলবার (১৯ নভেম্বর’২৪ খ্রি.) তারিখে সম্মানিত পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ খোকসা থানা, কুষ্টিয়া’র সার্বিক তত্ত্বাবধানে খোকসা থানার তিনটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে খোকসা জিআর ১৩৮/২৩ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী
১। মোঃ ইমন , পিতা- মোঃ ঝন্টু শেখ, গ্রাম-শোমসপুর (পদ্মবিলা) ও খোকসা জিআর ৮৫/২৩, এর ওয়ারেন্ট ভুক্ত আসামী
২। মোঃ আব্দুল শেখ (২৫), পিতা- মোঃ আতিয়ার রহমান, গ্রাম-দেবীনগর, এবং
খোকসা থানার মামলা নং-৭, তারিখ- ১২ অক্টোবর, ২০২৪; ধারা- 380/457 পেনাল কোড এর আসামী ৩। মোঃ জহুরুল ইসলাম (৩০), পিতা- মৃত মোজাহার মন্ডল, গ্রাম-ওসমানপুর (ব্রিকফিল্ড) ৪। মোঃ সেলিম (২২) পিতা- মোঃ মতিন ৫। মোঃ আব্দুল শেখ (২৫) পিতা- মোঃ আতিয়ার রহমান, উভয় সাং-দেবীনগর, সর্ব থানা-খোকসা, জেলা-কুষ্টিয়াদের গ্রেফতার করেন।