
শনিবার সকাল ১০টায় কুমারখালী উপজেলার বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ অডিটরিয়ামে এই মাহফীল অনুষ্ঠিত হয়।
ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান জনাব আশিকুল ইসলাম চপল-এর সভাপতিত্বে এবং মিজানুর রহমান শেলী’র পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আ ছ ম তরিকুল ইসলাম
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাশঁগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ জাহিদুজ্জামান এবং বাগুলাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওঃ সামছুদ্দিন আহমেদ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. আ ছ ম তরিকুল ইসলাম তার আলোচনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনীর উপর বিশেষ আলোচনা করেন।
সেসময় তিনি আল্লাহর নাজিলকৃত কিতাব আল- কোরআন ও সর্বশেষ নবীর দেখানো পথে জীবন পরিচালনার পরামর্শ দেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, কবি, সাহিত্যিক, ইমাম সহসকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।।