সেলিম বাবু স্টাফ রিপোর্টারঃ
আলমডাঙ্গার ভাংবাড়ীয়া বাজারে
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।
গতকাল শনিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মেসার্স মিনারুল স্টোর এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে মেসার্স মিনারুল স্টোরের স্বত্বাধিকারী মিনারুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮,৪৫ ও ৫১ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় আসমানখালি ক্যাম্প পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, ব্যবসায়ি প্রতিষ্ঠান পরিষ্কার রাখা মুল্যতালিকা প্রদর্শন করা ও মেয়াদ শেষ হওয়া পন্য নিদিষ্ট স্থানে রাখা খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যবসায়ির জন্য।
অভিযানকালে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন আপনারা পন্য ক্রয় করার সময় মেয়াদ ও মুল্য দেখে ক্রয় করবেন।