কবি-আর. এম. কারিমুল্লাহ
আমি হলাম পাপীবান্দাহ
অনেক গুনাহগার
তুমি যদি না কর
কে মাফ করবে আর!
জেনে শুনেও আমি
করেছি পাপ কত
এই দুনিয়াতেই ক্ষমা কর
আমার পাপ আছে যত।
করতে করতে দিয়েছি যেন
সাত- সমুদ্রের সমান ,
মরতে মরতে বেঁচে আছি
পাপ গুলো কমান
তুমি আমায় ক্ষমা করো
হে পরওয়ারদিগার ,
পাপের বোঝা বইতে বইতে
শেষে করলাম স্বীকার ।
তুমি হলে দয়ার সাগর
রহমানের রহিম,
মাফ করে দিয়ো আমায়
করো খাঁটি মুসলিম।